বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

নেশার টাকার জন্য বাবা-মাকে কুপিয়ে জখমের ঘটনায় ছেলে আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় মাদক কেনার টাকা না দেওয়ায় বাবা‌-মাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে আবুল কালাম আজাদ (৩৫) না‌মের এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় আহতরা হলেন- বাবা আব্দুর রহিম ও মা আমিনা বেগম।

গতকাল বৃহস্পতিবার গভীর রা‌তে উপজেলার বেলছ‌ড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘ‌টে। বিষয়‌টি নিশ্চিত করেছেন মা‌টিরাঙ্গা থানার ওসি মো. তৌ‌ফিকুল ইসলাম তৌ‌ফিক।

তি‌নি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দি‌কে ছেলে আবুল কালাম আজাদ বাড়িতে ফিরে মা-বাবাকে নেশার টাকার জন্য চাপ দেয়। টাকা দি‌তে অপারগতা প্রকাশ কর‌লে ক্ষিপ্ত হ‌য়ে ধারা‌লো দা দি‌য়ে এলোপাতা‌ড়ি কুপিয়ে মা-বাবাকে গুরুতর জখম করেন তিনি।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে উন্নত চি‌কিৎসার জন্য চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠান কর্তব্যরত চিকিৎসক। তারা বর্তমানে চমেকে চিকিৎসাধীন রয়েছেন।

এদি‌কে ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত মাদকাসক্ত ছেলে আজাদকে আটক ক‌রে খবর দি‌লে পু‌লিশ তা‌কে গ্রেপ্তার ক‌রে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft