বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

কালকিনিতে ট্রলী-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৪
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

মাদারীপুরের কালকিনিতে দুটি ট্রলীও একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ বুধবার(১২ মার্চ)দুপুরে উপজেলার খাসেরহাট ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শিবপুর  এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে জান্টু শিকদার(৪০),জুলহাস কাজীর ছেলে আসিব কাজী(২৫) ও মাহাবুল কাজীর ছেলে হাসান (১২) এবং কালকিনি পৌরসভার পাংগাশিয়া এলাকার বাহারুল হাওলাদারের ছেলে ফরহাদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি যাত্রী নিয়ে খাসিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল সিএনজিটি।এসময় খাসেরহাট হতে আসা একটি ইটটানার ট্রলীকে অপর একটি ইটটানার ট্রলী ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে।এতে একটি ট্রলী ছিটকে রাস্তার পাশে পড়ে যায় এবং অপর ট্রলীটি গিয়ে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।সিএনজিটিও রাস্তার পাশে খাদে পড়ে যায়।পরে স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়েছি।অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।এছাড়া সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে পুলিশের অভিযান চলমান আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft