প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইসরাইল পূর্ব ভূমধ্যসাগরে একটি যৌথ বিমান বাহিনীর মহড়া চালিয়েছে। মহড়ায় দূরপাল্লার বোমারু বিমানও ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে ইসরাইলি এফ-৩৫ এবং এফ-১৫ জেট ফাইটাররা মার্কিন বি-৫২, একটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানের সঙ্গে মহড়ায় অংশ নিয়েছে।
তেহরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য আমেরিকা দীর্ঘদিন ধরেই বি-৫২ বোমারু বিমান ব্যবহার করে আসছে। এই বিমানকে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য বোমা বহন করতে সক্ষম।
মহড়াটি এমন সময়ে চালানো হলো যখন পারমানবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে।
কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতি পারসি সম্প্রতি লিখেছেন যে, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের জন্য সুযোগের ‘জানালাটি’ দ্রুত বন্ধ হয়ে আসছে।