প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ৯:০১ অপরাহ্ন

খোশআমদেদ, মাহে রমজান এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালিটি ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধা কর্তৃক আয়োজন করা হয়।
গতকাল শনিবার সকালে জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধার উপপরিচালক মোঃ মিরাজুল ইসলাম এর নেতৃত্বে জেলার উলামায়ে কেরাম, হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এই র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা পর্যায়ে জাতীয় হিজবুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপপরিচালক মোঃ মিরাজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা করেন, দৈনিক সংগ্রাম পরাত্রিকার সাংবাদিক জোবাইর আলী, আলফালা মাদ্রাসার মুহতামিম
মুফতি মামুনুর রশীদ, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম আযহারি, ইসলামিক ফাউন্ডেশন হিসাবরক্ষক ফয়জার রহমান প্রমূখ।
আলোচনা শেষে জেলা পর্যায়ে জাতীয় হিজবুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মোঃ হেলাল উদ্দীন সরকার।