বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
 

দেবীগঞ্জে জামায়াতে ইসলাম এর উদ্যোগে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি উদ্বোধন
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। বাজারের তুলনায় কম দামে সাধারণ ক্রেতারা পণ্য কিনতে পেরে সন্তুষ্ট। 

গতকাল শনিবার সন্ধ্যায় দেবীগঞ্জ পৌরসভার অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌর জামায়াতের উদ্যোগে ন্যায্যমুল্যের দোকান উদ্বোধন করা হয়। 

দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল বাছেদ, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ রাশেদ ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দেলোয়ার হোসেন, দেবীগঞ্জ পৌর জামায়াতের আমির শেখ ফরিদ ও সেক্রেটারি নাবিউল হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রাসেল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রুমন ইসলাম প্রমুখ।

উদ্বোধনের পরপরই ন্যায্য মূল্যের দোকানে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ন্যায্যমূল্যের এই দোকানে বাজারমূল্যের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য। এখানে প্রতি কেজি চিনি ১১৫ টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে বাজারে এটি ১২৫-১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোলা প্রতি কেজি ১০০ টাকা, যা বাজারে ১২০ টাকা। একই দামে মিলছে মসুর ডালও। বোতলজাত সয়াবিন তেল বাজারে লিটারপ্রতি ১৯০ টাকা হলেও এখানে তা ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মুড়ি ৬৫ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া তিন ধরনের খেজুর যথাক্রমে ৪২০, ৩২০ ও ২২০ টাকায় সরবরাহ করা হচ্ছে, যা বাজারদরের তুলনায় বেশ সাশ্রয়ী।

দেবীগঞ্জ পৌরসভার সবুজ পাড়া এলাকার বাসিন্দা মো. তানজির প্রতিবেদককে বলেন, বাজারের তুলনায় এখানে সব পণ্য কম দামে পাওয়া যাচ্ছে। সয়াবিন তেল ১৯০ টাকার বদলে ১৬০ টাকা, ছোলা ১২০ টাকার বদলে ১০০ টাকা, খেজুর ৪০০ টাকার বদলে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। জামায়াতের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

কলেজ পাড়া এলাকার পেয়ারা বেগম নামে এক গৃহিণী বলেন, জামায়াতের উদ্যোগে আমরা কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছি। আমি এখান থেকে তিন কেজি ডাল, তিন কেজি ছোলা বুট ও হাফ কেজি খেজুর নিয়েছি। বাজারের তুলনায় দামে পার্থক্য থাকায় আমরা উপকৃত হচ্ছি।

ন্যায্য মূল্যের দোকানে কেনাকাটা করতে আসা মোঃ নূরনবী নামে আরেক ক্রেতা বলেন, এখানে এসে দেখলাম প্রতিটি পন্যের দাম বাজারের থেকে ২০ থেকে ২৫ টাকা কম। এরকম দোকান যদি প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে হতো তাহলে সাধারণ মানুষ কেনাকাটায় অনেক স্বস্তি পেতো। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন বলেন, রমজান রহমত, বরকত ও মাগফেরাতের মাস। এসময় দরিদ্র ও সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। সিন্ডিকেটের কবলে পড়ে মানুষকে অতিরিক্ত দামে পণ্য কিনতে হবে না। আশা করি, সবাই এখান থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য সংগ্রহ করতে পারবেন।

জামায়াতে ইসলামীর এই জনসেবামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ক্রেতাদের অনেকেই প্রত্যশা করছেন, এই কার্যক্রম শুধু রমজানে সীমাবদ্ধ না রেখে যেন সারা বছর চালু রাখা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft