শনিবার ১ মার্চ ২০২৫ ১৫ ফাল্গুন ১৪৩১
 

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড একজনের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

সীতাকুণ্ডে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বৃদ্ধের মৃত্যু ও বসতঘর  পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৩নং ওয়ার্ড মান্দারীটোলা গ্রামের দাড়ালিয়া পাড়ায় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা দাড়ালিয়া পাড়ার আবুল হোসেনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তে ছড়িয়ে পড়লে এ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময়  বাড়ির ও এলেকার লোকজন  ঘর দেখতে এসে দেখেন ঘরের একটি খাটে শোয়া অবস্থায় বৃদ্ধ আবুল হোসেন জীবন্ত পুড়ে  ছাই হয়ে গেছে। বৃদ্ধের ছেলে, স্ত্রীসহ পরিবারের লোকজন ঘটনার সময় ঘরে থাকলেও অগ্নিকাণ্ডের সময় প্রাণ ভয়ে সবাই ঘর থেকে বের হয়ে আসেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বাড়বকুণ্ড দাঁড়ালিয়া পাড়া আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft