শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি  কমানোর দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

আজ শুক্রবার বাদ আছর নন্দীগ্রাম কেন্দ্রীয় কলেজ মসজিদ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিল। 

উক্ত বিক্ষোভ মিছিলে ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীমের সঞ্চালনায়  নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা সভাপতি মোঃ মুনজুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ গোলাম রাব্বানী, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদী, পৌর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা কর্মপরিষদের সদস্য আব্দুল মালেক, ফজলুর রহমান, জাহিদুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আঃ মোমিন, সেক্রেটারী মুনিরুল ইসলাম মোমিন, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদ, সেক্রেটারী আফিফ হাসান, পৌর যুব বিভাগ এর সভাপতি রাকিব প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft