শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫ ফাল্গুন ১৪৩১
 

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২০ অপরাহ্ন

পিরোজপুর-বাগেরহাট সড়কের মোঃ রহিম হোসেন রাজু (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে বলেশ্বর ব্রিজের কাছে মহিষপূরা নামক স্থানে সড়ক এ দুর্ঘটনায় ঘটে। 

তার পিতার নাম মোঃ আলী আকবর হাওলাদার, বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার হাজীরহাটের চাউলা এলাকায় এবং সে পিরোজপুরের ট্রাফিক সার্জেন্ট মর্তুজার আত্মীয় বলে জানাগেছে। 

নাঈম হোসেন তালুকদার জানান, জুম্মার নামাজের আগে দুর্ঘটনা হওয়ায় সড়কে তেমন কোন লোকজন ছিলনা। তার নিথর রক্তাক্ত দেহটি উপুর হয়ে সড়কে পড়ে থাকতে দেখে অনেকেই সেখানে জড়ো হন। নিহতের পাশে তার একটি সাদা মাটরসাইকেল পড়ে থাকতে দেখা গেছে। ধারনা করা হচ্ছে তিনি পিরোজপুর থেকে খুলনায় বাইক চালিয়ে একাই যাচ্ছিলেন। পুলিশ ঘটনা স্থলে এসে লাশ নিহতের গ্রামের বাড়িতে নিয়ে রওনা হয়েছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft