শনিবার ১ মার্চ ২০২৫ ১৫ ফাল্গুন ১৪৩১
 

গাংনীর চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেপ্তার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১১ অপরাহ্ন

গাংনীর চাঞ্চল্যকর হৃদয় হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামী জান্নাত ও বিপুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। বৃহষ্পতিবার সন্ধ্যায়  আসামীদ্বয়কে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রামনগর গ্রামের আজাদ আলীর ছেলে জান্নাত ও একই গ্রামের সাদিমান হোসেনের ছেলে বিপুল হোসেন।

র‍্যাব-১২গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক জানান, রামনগর গ্রামের একজন ড্রাইভার তার চালিত ট্রাক্টর গাড়ি চরগোয়ালগ্রাম ঈদগাহ মাঠের সামনে দিয়ে  চালিয়ে আসার সময় চরগোয়াল গ্রামের কেন্দ্রীয় কবরস্থানের গেইট ধাক্কা দিলে গেইট ক্ষতিগ্রস্ত হয়। 

পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করার উদ্দেশ্যে চরগোয়ালগ্রাম ও রামনগরের লোকজন একত্রিত হন। আপোষ মিমাংসার একপর্যায়ে কথাকাটাকাটি হলে অনুমান ১১.৩০ ঘটিকার সময় দুই গ্রামের মাঝে সংঘাত সৃষ্টি হয়। তৎক্ষণাৎ ধৃত আসামী জান্নাত ও বিপুলসহ আরো কয়েকজন ভিকটিম হৃদয় হোসেনকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট শুরু করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় একই তারিখ ১২ টার সময় ভিকটিম মৃত্যুবরন করে। 

উক্ত ঘটনায় ভিকটিমের বাবা শাহাদত হোসেন বাদি হয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করে। যার প্রেক্ষিতে গাংনী থানার মামলা নং-২৫, তাং-২৭/০২/২৫, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩০২/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়। র‍্যাব আসামীদের গ্রেপ্তারে ব্যাপক গোয়েন্দা তৎপরতা শুরু করে। 

এরই প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মশাউড়া গ্রামের বাবুর বাড়ী থেকে উল্লেখিত মামলার এজাহারভুক্ত প্রধান আসামী জান্নাত (৩৮) কে বিকেল সাড়ে ৫ টার দিকে এবং  একই এলাকার জনৈক ইমরান এর বাড়ীর সামনের পাকা রাস্তার উপর হতে এজাহারভুক্ত ২নম্বর আসামী বিপুল হোসেন (৪২) কে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft