মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

মন্ত্রণালয়সহ ৯ বিভাগে নতুন সচিব নিয়োগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

বাণিজ্য-সংস্কৃতি মন্ত্রণালয়সহ ৯ বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়সহ নয় দপ্তরে নতুন সচিব নিয়োগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদন্নতি দিয়ে যাকে যে মন্ত্রণালয়-বিভাগে সচিব করা হয়েছে- পরিসংখ্যান ও  তথ্য ব্যবস্থাপনা বিভাগে আলেয়া আক্তার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে মো. কামাল উদ্দিন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে মো. তাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে মো. মিজানুর রহমান, সেতু বিভাগে মোহাম্মদ আবদুর রউফ, সমন্বয় ও সংস্কার- মন্ত্রিপরিধন বিভাগে জাহেবা পারহীন এবং বাণিজ্য মন্ত্রণালয়ে মাহবুবুর রহমান।

এ ছাড়া আর দুজনকে বদলির মাধ্যমে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছিলেন, আগামী দু-এক দিনের মধ্যে নতুন কয়েকজনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft