মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

আজহারের রিভিউ শুনানি কাল পর্যন্ত মুলতবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৮ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানি আজ সকালে শুরু হয়।  

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি চলে। পরে আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত এই আবেদনের শুনানি মুলতবি করা হয়।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ জামায়াত নেতা আজহারুল ইসলামের রিভিউ আবেদনের আংশিক শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন।

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান- আদালত জানিয়েছেন, আগামীকাল আপিল বিভাগের কার্যতালিকায় এই শুনানি শীর্ষে থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft