সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

ভারতে কুম্ভমেলা থেকে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৩ অপরাহ্ন

ভারতের মধ্যপ্রদেশের জবলপুর জেলায় প্রয়াগরাজের মহাকুম্ভমেলা থেকে ফেরার পথে একটি বাসের সঙ্গে জিপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দুর্ঘটনায় নিহতরা কর্ণাটকের বেলাগাভি জেলার গোকাক তালুকের বাসিন্দা।  তাদের নাম বালচন্দ্র গৌড়, সুনীল শেদাশালে, বাসভরাজ কুর্নি, বাসভরাজ দোদ্দামণি, ইরান্না শেবিনাকাট্টি এবং বিরূপাক্ষ গুমাত্তি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভের জন্য তারা গোকাক থেকে রওনা হয়েছিলেন।

জবলপুরের কালেক্টর দীপক সাক্সেনা জানিয়েছেন, কর্ণাটকের খিতোলা থানা সীমানার অধীন পাহরেভা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি প্রথমে রাস্তার বিভাজকে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে হাইওয়ের অন্যপাশে ছিটকে পড়ে।  এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা খায় জিপটি। 

পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আরও দুজন আহত হন। আহতদের সিহোরা শহরের একটি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর তাদের জবলপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে। 

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কালেক্টর এবং পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft