রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

গোপালগঞ্জ জেলা বিএনপির মহাসমাবেশ কাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে এ মহাসমাবেশ গত ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারনে সেদিন জেলা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়নি।

গতকাল শনিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিম সমাবেশস্থল পরিদর্শন করে আগামীকালকের মহাসমাবেশের বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, আমরা আশা করছি মহাসমাবেশ সফল হবে। আগামীকালকের  মহাসমাবেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান। 

মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। 

এছাড়াও জেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত থাকবেন। জেলা বিএনপির সদস্য সচিব এম মনসুর আলী গত ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে মৃত্যু বরন করার পর ওই পদটি শূণ্য রয়েছে। 

আগামীকালকের মহাসমাবেশের পর জেলা বিএনপির নতুন কমিটি গঠন প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

এদিকে জেলা বিএনপির মহাসমাবেশ উপলক্ষে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে অসংখ্য তোরন। নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ব্যানার, পোস্টার, ফেস্টুন টানিয়েছে। দীর্ঘ প্রায় ১৯ বছর পর গোপালগঞ্জে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft