রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

গাংনীতে ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

মেহেরপুরের গাংনীতে আতিয়ার রহমান (৩০) নামের এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে গাংনী থানা পুলিশের একটি টীম উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া মাঠের রাস্তার পাশের কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।

আতিয়ার রহমান গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠ পাড়ার রহিদুল ইসলামের ছেলে। ভ্যান ছিনতাই করতেই তার মাথায় আঘাত কওে ও কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করে।

নিহতের বড়ভাই মশিউর রহমান জানান, গতকাল শনিবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আতিয়ার রহমান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। অনেকেই ফেসবুকে আতিয়ারের ছবি দিয়ে নিখোঁজ সংবাদ দেয়। আজ দুপুরে স্থানীয়রা ওই মাঠের রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজনও ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের ক্ষত রয়েছে। মরদেহের আশেপাশে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। একই সাথে খুনের ঘটনার রহস্য উন্মোচন এবং খুনিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft