রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

মতলব উত্তরে ধনাগোদার ভাঙনে দুশ্চিন্তায় ঘুম নেই নদীপাড়ের মানুষের
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

ধনাগোদা নদীর তীরবর্তী ভাঙনের দুশ্চিন্তায় দিন কাটছে নদীর পাড়ের মানুষ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি'র তিনটি গ্রামের সংলগ্ন এলাকা দিয়ে বয়ে গিয়েছে ধনাগোদা নদী। ওই নদী পার সংলগ্ন রাস্তা, বাড়ি-ঘড়সহ ফসলী জমি ইতোমধ্যেই ভেঙে গিয়েছে। বেশ কিছু এলাকায় আবার নতুন করে ভাঙা শুরু হয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন ধনাগোদা নদী পাড়ের মানুষ।

সরেজমিনে জানা যায়, উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া, নবীপুর গ্রামের বেশ কিছু এলাকা গত এক সপ্তাহে অসময়ে ভাঙনে নদীরপাড় বাড়ি-ঘড়, সংলগ্ন রাস্তা, সরকারি ঘাটলাসহ ফসলী জমি ইতোমধ্যেই ভেঙে গিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে কয়েক শতাধিক পরিবার। আতংকে রয়েছে তিনটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। 

উপজেলা বিএনপি'র সাংগঠিক সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন বলেন, গত সপ্তাহ থেকে আবারো নতুন করে নদীভাঙন শুরু হয়েছে। কারো কোনো নজর নেই। কখন যে নদী ভেঙে আমাদের ঘরবাড়ি, ফসলী জমিসহ নদীতে বিলীন হচ্ছে। এমনকি যে  মেঘনা ধনাগাদা বেড়ীবাঁধটির ঝুঁকিতে পড়ছে। এ বিষয়ে পাউবো কর্তৃপক্ষ দূরত্ব  ব্যবস্থা নেওয়ার জন্য অনুরুধ করছি।

স্থানীয় ইউপি সদস্য চাঁন মিয়া বলেন, কয়েক দিন ধরে ধনাগোদা পানি অনেক কমতে থাকায় চাপ বেড়েছে। যে কারণে নদীর ভাঙন ঠেকাতে পাড়ে ফেলা বালুভর্তি জিও ব্যাগ ধসে পড়তে শুরু করেছে। দ্রুত ভাঙন ঠেকানো না হলে স্থানীয় বাড়িঘর রক্ষা করা সম্ভব না।

এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে সংযোগ না পেয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft