সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

মাদারীপুরের ডাসারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪০ অপরাহ্ন

মাদারীপুরের ডাসারে শাওন তালুকদার(১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কমলাপুর গ্রামে নিহতের বাড়ীর পাশের হিজল গাছ হতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত শাওন তালুকদার ডাসার উপজেলার ছালাম তালুকদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের কোন এক সময় সবার আগোচরে বাড়ীর পাশে হিজল গাছের সঙ্গে রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে শাওন। পরদিন তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর সকালে বাড়ীর পাশের একটি বাগানে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন।পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত শাওন রাজ মিস্ত্রীর কাজ করতো। সে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিল বলে জানায় স্বজনরা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলায় মর্গে প্রেরণ হয়েছে। এ ঘটনায় ডাসার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft