রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

সিরিয়ালে ফেরা নিয়ে যা বললেন তৃণা সাহা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন

সিনেমা সিরিজের পর ফের কেন একবার ছোট পর্দার নায়িকা হলেন? শুক্রবারই সামনে এসেছে পরশুরামের প্রোমো। সেখানে তৃণা সাহার সঙ্গে দেখা মিলেছে ইন্দ্রজিৎ বসুকে। 

মাসখানেক আগে সিনিয়র অভিনেত্রীর সঙ্গে সেটে ঝামেলার কারণে বেশ বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী তৃণা সাহা। ছোট পর্দার পর যখন বেশ জমিয়ে বসছিলেন সিনেমা-সিরিজের দুনিয়ায়, তখন এই ধরনের ঘটনায়, সমালোচিত হন তিনিই। আপাতত ফের একবার সিরিয়াল দিয়েই কামব্যাক হচ্ছে তাঁর। স্টার জলসায় আসছে পুরুষকেন্দ্রিক মেগা 'পরশুরাম আজকের নায়ক'। তাতে তৃণা স্ক্রিন শেয়ার করবেন ইন্দ্রজিৎ বসু-র সঙ্গে।

সিনেমা সিরিজের পর ফের কেন একবার ছোট পর্দার নায়িকা হলেন? তৃণা এক সংবাদমাধ্যমকে জানালেন, ‘আমি টেলিভিশনে ফিরব না, এমন কথা কখনো ভাবিনি।’ সঙ্গে স্পষ্ট করলেন, ‘আমার হাতে এখন এত কাজও নেই যে, টেলিভিশনের অফার ফিরিয়ে দেব। সিনেমা সিরিজের কিছু কাজ এসেছিল, হয় আমার কাজ তাঁদের ভালো লাগেনি। বা আমার কিছু জিনিস তাঁদের ভালো লাগেনি।’

তৃণাকে নিয়ে জল্পনার অন্ত নেই। ২০২৪ সালের মাঝামাঝি গভীর জলের মাছে তাঁর না-থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল। কারণ প্রথম সিরিজে তৃণার চরিত্রটি বেশ ভালোবাসা পায় দর্শকদের। কিন্তু সিরিজের দ্বিতীয় পার্টে এসে হঠাৎই মৃত দেখানো হয় তাঁর চরিত্রটি। কীভাবে মৃত্যু, কেন মৃত্যু, কোনো কিছুই দেখানো হয়নি সেভাবে। স্পষ্ট বোঝা যাচ্ছিল, হঠাৎ করেই চরিত্রে শেষ করার সিদ্ধান্ত। নিন্দুকদের মত, মাতঙ্গী সিরিজের শ্যুটিংয়ের সময় তৃণা সাহার সঙ্গে সোহিনী সরকারের ইগো ফাইটের কারণেই নাকি, গভীর জলের মাছ সিজন ২-তে তাঁকে রাখার সাহস পায়নি এই সিরিজের পরিচালক ও প্রযোজনা সংস্থা।

‘মাতঙ্গী’র শ্যুটিং চলাকালীন সোহিনী সরকারের সঙ্গে তৃণার ঝামেলার কথা এতদিন সকলের জানা। শোনা যায়, প্রযোজনা সংস্থার তরফে সোহিনী সরকারকে যা যা ‘সুবিধে’ দেওয়া হচ্ছিল সেই একই জিনিসগুলো তৃণাও দাবি করেন। কিন্তু তিনি যখন সেই সুবিধাগুলো পাননি, তখনই শুরু হয় সমস্যা। ঝগড়া করে নাকি শুটিং ছেড়ে বেরিয়ে যান তৃণা। সোহিনীর সঙ্গে কথা কাটাকাটিও হয়। এই ঘটনা ২০২৩ সালের অগস্ট মাসের।

যদিও এসব নেগেটিভিটিকে দূরে রেখেই গত দেড় বছরে বেশ কিছু ভালো প্রোজেক্টের অংশ ছিলেন অভিনেত্রী। লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে দেখা গিয়েছিল তৃণাকে। নবাগতা অভিনেত্রী মৌমিতা অসুস্থতার কারণে মাঝপথেই বাদ পড়েন। আর তারপর শ্রাবন-চরিত্রে কাজ করেন তিনি ওম সাহানির সঙ্গে।

এছাড়াও যশ ও নুসরতের ‘সেন্টিমেন্টাল’ ছবিতে একটি আইটেম ডান্সও করেন তিনি। মুক্তি পায় নীল-তৃণার প্রথম ছবি ‘তিলোত্তমা’। কাজ করেন ক্লিক ওয়েব প্ল্যাটফর্মের থ্রিলার সিরিজ মিল্কশেক মার্ডার্স-এও।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft