শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

আরো ৩ জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১২ অপরাহ্ন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা তিন বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। 

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের কারাগারগুলোয় বন্দি থাকা ১৮৩ জন ফিলিস্তিনির বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। 

মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের সবাই পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৬১ বছরের মধ্যে।

হামাসের পক্ষ থেকে যে তিনজনের নাম জানানো হয়েছে, তারা সবাই বেসামরিক ব্যক্তি। তারা হলেন ৫২ বছর বয়সী এলি শারাবি, ৫৬ বছর বয়সী ওহাদ বেন আমি এবং ওর লেভি। রেভির বয়স ৩৪ বছর।

এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। এই তিনজনের পরিবার ও স্বজনদের তাদের মুক্তির কথা জানানো হয়েছে।

জিম্মি মুক্তি উপলক্ষ্যে এরই মধ্যে গাজার মধ্যাঞ্চল-দেইর এল-বালাহ এলাকায় পৌঁছেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির যানবাহনের একটি বহর।

এদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ফিরে আসা বন্দীদের অভ্যর্থনার জন্য ইসরায়েলি বিমান বাহিনী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজার বেড়ার কাছে একটি সামরিক স্থাপনায় প্রাথমিক তল্লাশির পর হেলিকপ্টারগুলো তিন জিম্মিকে মধ্য ইসরায়েলের হাসপাতালে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে।

এদিকে মুক্তি পেতে চলা বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দির বাড়িতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমের শহর ও গ্রামে এই অভিযান চালানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft