রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

রাজবাড়ীতে হত্যার উদ্দেশ্যে নির্যাতনের সময় স্থানীয়দের হাতে আটক ৪
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোঃ আলম ‌শেখ (৪৫) না‌মে এক ব্যাক্তি‌কে হত্যার উদ্দ্যেশে নির্যাত‌নের সময় চারজন যুবক‌কে হাতেনাতে ধরে পু‌লি‌শে দি‌য়ে‌ছে গ্রামবাসী। 

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভীম নগর গ্রামের এক‌টি প‌রিত্যাক্ত টুকুর ইটভাটায় এ ঘটনা ঘটে এবং আহত আলম‌কে বা‌লিয়াকা‌ন্দি হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।‌ সে ময়মন‌সিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সে‌লিম শে‌খের ছেলে এবং বর্তমা‌নে সে টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী।

আটককৃতরা হ‌লো, ঠাকুরগায়ের সদর থানার হ‌রেন রা‌য়ের ছে‌লে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শে‌খের ছে‌লে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শে‌খের ছে‌লে আবু বক্কর সি‌দ্দিক (১৮) ও রাজবাড়ী সদ‌রের ধুন‌চির আনু মন্ড‌লের ছে‌লে ফরহাদ মন্ডল (৩৮)।

জানা‌ গে‌ছে, বা‌লিয়াকা‌ন্দির  সদর ইউনিয়নের জা‌কিরের ইটভাটার শ্রমিক ফরহাদের স্ত্রীর মা‌থে পরকীয়া সম্পর্ক ‌ছিল মাংস ব্যবসায়ী আল‌মের। তারই জের ধ‌রে প্রলোভন দে‌খি ফরহাদ প‌রিকল্পনা ক‌রে তা‌কে রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির ভীম নগর গ্রামে এনে স্থানীয় এক‌টি প‌রিত্যাক্তি হটভাটায় নি‌য়ে রাত ৮টার দি‌কে ৪ জন মি‌লে জী‌বিত মা‌টি‌তে পু‌তে হত্যার চেষ্টা ক‌রে। এ সময় তার চিৎকা‌রে স্থানীয় এগি‌য়ে তা‌কে উদ্ধার ও হত্যা চেষ্টাকারী ৪ জন‌কে ধ‌রে গণ‌ধোলাই দি‌য়ে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেয়।

বালিয়াকান্দি থানার ও‌সি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে পৌ‌ছে জনগ‌ণের কাছ থে‌কে ৪ জন‌কে উদ্ধার ক‌রে পুলিশি হেফাজ‌তে নেওয়া হয় এবং আহত এক ব্যাক্তিকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে। এ বিষ‌য়ে আরও তথ্য- উপা‌ত্ত সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হ‌বে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft