সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

কোটালিপাড়ায় কবরস্থান থেকে কঙ্কাল চুরি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন

জেলার কোটালিপাড়ায় একটি কবরস্থান থেকে ৩টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থান থেকে ওই কঙ্কালগুলি চুরির ঘটনা ঘটে।

স্থানীয়দের থেকে জানা গেছে, রাতের বেলায় কোনো এক সময়ে কবরস্থানে ছয়টি কবর খোঁড়া হয়। সেখান থেকে তিনটি কঙ্কাল চুরি করে পালিয়ে যায় চোর। সকালে গ্রামবাসী বিষয়টি জানতে পেরে কোটালিপাড়া থানায় খবর দেয়। পরে পুলিশ এসে নিশ্চিত হয় ওই কবরস্থান থেকে ৩টি কঙ্কাল তুলে নেয়া হয়েছে। কবরগুলো তিন থেকে নয় মাসের পুরনো বলে জানা গেছে ।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft