মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযানে একজন মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার এবং গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মাদক কারবারী,সন্ত্রাসী এবং গ্রেপ্তারী পরোয়ানা ভুক্তদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিনা গ্রামে অভিযান চালিয়ে বীরেন্দ্রনাথ (৫৪) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার বীরেন্দ্রনাথ ঝিনা গ্রামের দ্বীন বন্ধুর ছেলে। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। 

এছাড়া আদালতের গ্রেপ্তারী পরোয়াা মূলে উপজেলার কাশিমপুর গ্রামের আহাদ আলীর ছেলে আকরাম হোসেন এবং কামতা গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft