সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

সংকটের মধ্যে যারা ভ্যাট বাড়াতে পারে, তারা অর্থনীতি বোঝে না: মান্না
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১:১২ অপরাহ্ন

সংকটের মধ্যে যারা পণ্যের ভ্যাট বাড়াতে পারে তারা অর্থনীতি বোঝে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, দেশের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ঠিকই, কিন্তু এরা অভিজ্ঞ নয়। এত সংকটের মধ্যে যারা পণ্যের ভ্যাট বাড়াতে পারে তারা অর্থনীতির সংজ্ঞা বোঝে অর্থনীতি বোঝে না‌। খেটে খাওয়া মানুষের অবস্থা বোঝে না‌।

তিনি বলেন, সোনার বাংলার কথা এখন আর কেউ বলে না। এখন সবাই নতুন বাংলাদেশ গড়ার কথা বলে। এটা হবে আমরা সবাই যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করলে।

সংস্কার দরকার স্বীকার করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, আমরাও সংস্কার চাই। তবে দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। না হলে দেশ আরও সংকটে পড়বে‌।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft