মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

সংবিধানে সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব, বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার    বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপসের নেত্রীর খেতাব দিয়েছে, কিন্তু কেন    ক্ষোভ-বিক্ষোভে বাড়ছে নৈরাজ্য-আতঙ্ক : জনজীবন বিপর্যস্ত    বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২   
‘ওয়েস্ট ইন্ডিজ সফর কঠিন হবে’, আগেই জানিয়ে রাখলেন সিমন্স
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

বাংলাদেশের প্রধান কোচ হওয়ার পর থেকেই হারের মধ্যে আছেন ফিল সিমন্স। সাউথ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ। সামনে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফর। সেই সফর যে অনেক কঠিন হতে যাচ্ছে সেটা আগেভাগেই মনে করিয়ে দিলেন সিমন্স।


সাউথ আফ্রিকার বিপক্ষে আশানরুপ খেলতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠের সেই সিরিজটি বাংলাদেশের জন্য ছিল বেশ কঠিন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও উইকেট সহজ হবে না বলেই বিশ্বাস সিমন্সের।

২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচের এই সিরিজটি। সিরিজের প্রথম টেস্টের ভেন্যু রাখা হয়েছে অ্যান্টিগায়। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায়। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। অ্যান্টিগা, জ্যামাইকা এবং সেন্ট কিটসের উইকেট নিয়ে আগেভাগেই সতর্কবার্তা দিলেন বাংলাদেশের প্রধান কোচ। শারজাহতে সদ্য সমাপ্ত সিরিজে বাংলাদেশ যেমন উইকেটে খেলেছে, তেমনটা দেখা যেতে পারে সেন্ট কিটসে, এমনটাও জানিয়ে দিলেন তিনি।

সিমন্স বলেন, 'আমি কি প্রত্যাশা করব? আমি আশা করি সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের মতো ক্রিকেট খেলাটা কঠিন হবে। আমার মনে হয় সেন্ট কিটসে আমরা এরকম কন্ডিশনেই ওয়ানডে খেলব। আমি জানি না সেন্ট ভিনসেন্টের উইকেট এখন কেমন। অনেক দিন ধরেই আমি সেখানে নেই।' 

'কিন্তু অ্যান্টিগা এবং জ্যামাইকার টেস্ট ম্যাচ ভালো উইকেটে হবে। আমার মনে হয় কঠিন একটা সফর হবে এবং ছেলেরা সেটার জন্য মুখিয়ে আছে। আমরা সুবাই মুখিয়ে আছি দেখা যাক আমরা কি করতে পারি। দুর্ভাগ্যক্রমে আমাদের বেশ কয়েকটা ইনজুরি সমস্যা আছে। কিন্তু এটা অন্যদের জন্য একটা সুযোগ যে তারা কতটা প্রস্তুত।'

একইসাথে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হারের কারণও জানিয়েছেন সিমন্স। ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের এক পর্যায়ে পাঁচ উইকেটে ১৮৮ রান ছিল আফগানদের। সেখান থেকে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান আজমতউল্লাহ ওমরযাই এবং মোহাম্মদ নবি। ৭৭ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৭০ রান তুলে অপরাজিত থাকেন ওমরযাই। অপরদিকে ২৭ বলে পাঁচটি চারে ৩৪ রান তুলে অপরাজিত থাকেন নবি। এই দুজনের জুটি ভাঙতে না পারাই কাল হয়েছে বাংলাদেশের জন্য, এমনটা মনে করেন সিমন্স।

তিনি বলেন, 'আমার মনে হয় যখন ওমরজাই ব্যাটিংয়ে এলো এবং গুরবাজের সঙ্গে জুটি গড়ল। তারা দুজনই ডেঞ্জারাস ব্যাটার। আমরা যদি ওই সময় উইকেট নিতে না পারতাম তারা বড় জুটি গড়তো। সেটাই হয়েছে, আমরা উইকেট নিতে পারিনি আর তারা জুটি গড়েছে।'

'এজন্যই আপনি এমনটা দেখেছেন। কিন্তু আমাকে যেটা বলতেই হবে লম্বা সময় পর শারজাহতে আমি এত ভালো উইকেট দেখলাম। কারণ প্রথম দুই ম্যাচে এখানে ব্যাটিং করা কঠিন ছিল। কিন্তু আজ ব্যাটিংয়ের জন্য উইকেট খুবই ভালো ছিল।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফিল সিমন্স   বাংলাদেশের প্রধান কোচ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft