শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
 

বাজারে কাটছে না সয়াবিন তেলের কৃত্রিম সংকট    ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল    দেশের অস্তিত্ব-সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব: সারজিস    সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে     ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র    দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী    দ্বিতীয় দফায় রক্ষা হলোনা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের   
অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবি সৌদি ক্রাউন প্রিন্সের
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন

গাজা ও লেবাননে ইসরাইলকে অবিলম্বে সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রিয়াদে আরব ও মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

আজ সোমবার আরব লিগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনের শুরুতে দেওয়া ভাষণে ক্রাউন প্রিন্স (এমবিএস) ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ‘গণহত্যা’ সংঘটিত হচ্ছে বলে উল্লেখ করেন।

তিনি ইসরাইলকে আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।

আরব রাষ্ট্র লীগের সেক্রেটারি-জেনারেল আহমেদ আবুল ঘেইতও গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে এমবিএসের সুরে বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়।


তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ড স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। একমাত্র ন্যায়বিচারের মাধ্যমেই আমরা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু করে ইসরাইল। যা এখনো চলছে। এতে গাজায় এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজা   ইসরাইল   যুদ্ধ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft