প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৪:৫০ অপরাহ্ন
বরগুনার তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রথমে চিত্রাঙ্গন প্রতিযোগিতা এরপর বর্ণাঢ্য এক শোভাযাত্রা উপজেলা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক আকন মো.আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মহিউদ্দিন খান কাজল, যুবদলের সদস্য রাজু মৃধা, এনায়েত হাওলাদার, বেল্লাল গোলন্দাজ, উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দীন, তাতীদলের সভাপতি দেলোয়ার হোসেন, সরকারি তিতুমীর কলেজের (সাবেক) যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন সুমন, সাইদুর রহমান সাইদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের দপ্তর সম্পাদক মো.জাহিদ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই থেকে শুরু হওয়া গত ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে বসে আছে। এরা একের পর এক ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী পরিবারের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েকাজ করতে হবে।