মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭    চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত    উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের    ন্যাশনাল মেডিকেলে হামলায় ‘১০ কোটি টাকার’ ক্ষতি    হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!    অ্যাডেলের বিদায়ী ভাষণ   
পড়াশোনা করতে হবে অটো পাশের দাবি করা যাবে না: গাজীপুরের ডিসি
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন

গাজীপুর জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন বলেন, জেলা প্রশাসক হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে বলছি, শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যেতে হবে। এটার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদেরকে লেখাপড়া করতে হবে। পরীক্ষায় পাশ করতে হবে। অটো পাশের দাবি করা যাবে না। তাহলেই সমস্ত জায়গাগুলিতে শৃঙ্খলা ফিরে আসবে। 

আজ রবিবার (৩ নভেম্বর) গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক নাফিসা আরেফীন এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আমাদের অনেক রিফর্ম করতে হবে। এসব ক্ষেত্রে আমাদেরকে আরো ধৈর্য ধারণ করতে হবে। আমরা প্রত্যেককে যে যার জায়গা থেকে ধৈর্য ধারণ করতে হবে। সবাইকে ধৈর্য ধারণ করার মানসিকতা থাকতে হবে। সরকারকে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছি, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা যাতে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়ায় যেতে পারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করতে হবে। 

তিনি বলেন, কোনো ধরনের জবর দখল, শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরি করে সমাজকে ধ্বংস করতে না পারে। এসব  বিষয়ে যে যার স্থান থেকে এবং  সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের খেয়াল রাখতে হবে।আমাদের প্রধান লক্ষ্য জনগণের সেবা করা। জনগণের সমস্যার সমাধান করা। এই জায়গাটায় আমাদের সফল হতে হবে। 

বিএনপি গাজীপুর জেলা সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়ায় কিছু দৃশ্যমান পরিবর্তন দরকার।মানুষ যাতে বুঝতে পারে ৫ তারিখের আগে এবং ৫ তারিখের পরে দেশে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। পরিবেশের ক্ষতি করছে এমন কিছু কার্যক্রম যেমন অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটা আবারো শুরু হয়েছে। এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর জেলা শাখার আমির মাওলানা শেফাউল হক, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ নুরুল আমীন, থানার ওসি মো. কামাল হোসেন,বিএনপি কাপাসিয়া উপজেলা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা প্রমুখ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft