প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
আজ মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসনে।
জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে বলেন, কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা, দায়িত্ব পালনকে এবাদত ও সেবা মনে করে কাজ করতে হবে। জেলা প্রশাসক বক্তব্যের শুরুতে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার রোহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
এসময় জেলা প্রশাসক আরও বলেন, নদী, খাল -দখল, কোন শিক্ষা প্রতিষ্ঠান দখল অথবা সরকারি কোন সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম,সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম মাহবুবুল আলম ভূইয়া, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, মুন্সীবাজার ইউ পি চেয়ারম্যান মোঃ নাহিদ তরফদার, আদমপুর ইউ পি চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন, পতনউষা ইউপি চেয়ারম্যান মোঃ অলি আহমদ খান, গবেষক আহমেদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমূখ।
এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা কৃষি অধীদপ্তরের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতীর সবজ্বীর বীজ বিতরণ করেন জেলা প্রশসক ইসরাইল হোসেন।