মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

রণক্ষেত্রে পরিণত পাকিস্তানের ইসলামাবাদ    শাহবাগসহ তিন এলাকায় বিজিবি মোতায়েন    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ কারাগারে : ভারত সরকারের প্রতিবাদ     বাংলাদেশ সফরে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান    বশেমুরবিপ্রবিতে চলেছে পরিচ্ছন্নতা অভিযান     কোভিড কর্মসূচির ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩ বাড়ি কেনার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে    হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১    
নাটোরে স্বামীর খোঁজে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৫:০৬ অপরাহ্ন

নাটোরের লালপুরে স্বামীর খোঁজে এসে গণধর্ষণের শিকার হয়েছেন মোছা. রুমা খাতুন (২৬) নামে এক গৃহবধূ। এ ঘটনায় গতকাল বুধবার (১৬ অক্টোবর) রাতে ওই ভূক্তভোগী গৃহবধূ লালপুর থানায় বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই গৃহবধূ কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী নারী জানান, সৌদি আরব থাকাকালীন লালপুরের শান্ত নামে এক যুবককে বিয়ে করেন তিনি। স্বামী শান্তর খোঁজে লালপুরে আসেন। পরে লালপুর থানা থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে স্বামীর সন্ধান করতে সহায়তার কথা বলে লালপুর ত্রিমোহণী মোড়ে নিয়ে গিয়ে শরবত ও ফুসকা খাওয়ান। কিছুক্ষণ পর অজ্ঞাত ওই যুবক আরও ৩ বন্ধুকে নিয়ে ভ্যানযোগে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়ার রাস্তায় নিয়ে যান। পরে রাত ৮টার দিকে সেখানে একটি আমবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। এসময় ওই গৃহবধূর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে যান। পরে স্থানীয়রা ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএম শাহাবুদ্দিন বলেন, অসুস্থ্য অবস্থায় গতকাল বুধবার দুপুরে ওই রোগী হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বিকেলে তিনি স্ব-ইচ্ছায় ছুটি নিয়ে চলে যান।

এ বিষয়ে লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এ ঘটনায় গত রাতে ভূক্তভোগী ওই নারী একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতারে কাজ করছে বলে জানান এ কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft