বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
জম্মু-কাশ্মির থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নেয়া হয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন

ভারত শাসিত জম্মু-কাশ্মির থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নেয়া হয়েছে। মুসলিম প্রধান জম্মু-কাশ্মিরে ভোট শেষ হতেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে জম্মু-কাশ্মির থেকে উঠল রাষ্ট্রপতি শাসন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে গত পাঁচ বছর আগে জারি হওয়া রাষ্ট্রপতি শাসন তুলে নেয়ার কথা বলা হয়েছে। আর এই ধরনের নির্দেশের পরই কেন্দ্রশাসিত অঞ্চলে সরকার গঠনের পথ পরিষ্কার হলো বলেই মনে করা হচ্ছে। 

সুত্রের খবর, আগামী সপ্তাহে জম্মু-কাশ্মিরের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ওমর আবদুল্লাহ। উল্লেখ্য, জম্মু-কাশ্মিরের ৯০ আসনের বিধানসভায় গত কয়েকদিন আগে ভোট হয়। দীর্ঘ ১০ বছর পর এই নির্বাচন হয়।

স্বভাবতই এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা ছিল। ওই নির্বাচনে কংগ্রেস ও ন্যাশানাল কনফারেন্স জোট সংখ্যাগরিষ্ঠ আসন পায়। এরপরেই ওমর আবদুল্লাহ লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। এরপরই জম্মু-কাশ্মির থেকে তুলে নেয়া হলো রাষ্ট্রপতি শাসন।

এর আগে ২০১৪ সালে জম্মু-কাশ্মিরের রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। মেহবুবা মুফতির দল পিডিপি ও বিজেপি জোট বেঁধে জম্মু এবং কাশ্মিরের সরকার তৈরি করে। কিন্তু একাধিক ইস্যুতে দু’দলের মধ্যে সংঘাত তৈরি হয়। এই অবস্থায় ২০১৮ সালে বিজেপি তার সমর্থন প্রত্যাহার করে নেয় সে রাজ্য থেকে। এরপরেই জোট সরকার পড়ে যায় এবং মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে জম্মু ও কাশ্মিরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।

রাষ্ট্রপতি শাসনের মধ্যেই ধারা ৩৭০ প্রত্যাহার করে মোদি সরকার। যা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এ সময় রাষ্ট্রপতি শাসন তুলে নেয়ার দাবি উঠলেও কোনো পদক্ষেপ নেয়নি ভারত সরকার। অবশেষে এবার নির্বাচনের ফল ঘোষণার পরেই রাষ্ট্রপতি শাসন তুলে নেয়ার নির্দেশিকা জারি করা হলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft