প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ন
বিরলে তথ্য প্রযুক্তির সহায়তায় থানা পুলিশের তৎপরতায় ডাকাতদলের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটকৃতদের নিকট হতে ১টি মোটরসাইকেল ও ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছবুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৫/০৯/২০২৪ খ্রি : তারিখ রাত্রী ০০.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল থানাধীন ৭নং বিজোড়া ইউনিয়নের অন্তর্গত দোগাছী বাবুদিঘী গ্রামস্থ মাজেদা ক্লিনিক এর অনুমান ৫০গজ সামনে পাকা রাস্তায় ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে বিজোড়া পশ্চিমপাড়া গ্রামের মো. মোস্তাফিজুর রহমান এর ছেলে মো. মনির হোসেন (২৩) বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাতদের বিরুদ্ধে বিরল থানায় মামলা নং- ০৮/২০২, তারিখ ১২/১০/২০২৪ খ্রি :, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড: দায়ের করেন।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই বিরল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে আসামি শনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মামলা রুজুর পরপরই পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনা ও তত্ত্ধসঢ়;বাবধানে দিনাজপুর বিরল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছবুর এর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মো. রবিউল ইসলাম এর সমন্বয়ে একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্স নিয়োগ করে আসামি শনাক্ত ও মালামাল উদ্ধার করার নিমিত্তে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে কোতয়ালী থানার রামনগর মামুনের মোড় মোস্তফা কামাল এর ছেলে আসামি মো. শহিদুল ইসলাম শহিদ (২৫)কে গ্রেপ্তার পূর্বক আসামীর নিকট হতে লুণ্ঠিত স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে মো. শহিদুল ইসলাম শহিদ এর দেওয়া তথ্য মতে ঘটনার সহিত জড়িত বিরল থানার উত্তর বহলা গ্রামের মো. আশরাফুল ইসলাম এর ছেলে আসামি মো. শাহিন (২০)কে গ্রেপ্তার করা হয়।
আট আসামি মো. শহিদুল ইসলাম শহিদ ও মো. শাহিনদ্বয়ের দেওয়া তথ্য মতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন সদরপুর ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আঃ সাত্তার এর ছেলে আসামি মো. তুহিন (২৫) কে গ্রেপ্তার পূর্বক তাহার হেফাজত হতে লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামি শনাক্ত, গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আসামিদের নিকট হতে উদ্ধারকৃত ০১ টি স্মার্ট মোবাইল ফোন ও ০১টি ১২৫সিসি লাল ও কালো রঙের ডিসকভার মোটরসাইকেল মামলার আলামত হিসেবে রয়েছে।