বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
বকশীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবির সেক্টর কমান্ডার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৫:২৬ অপরাহ্ন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জামালপুরে সীমান্তবর্তী বকশীগঞ্জে উপজেলার জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)র অধীনস্ত বকশীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন ময়মনসিংহ বিজিপির সেক্টর কমান্ডার কর্নেল সরকার  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিবিজিএমএস, পিএসসি।

আজ সোমবার (৭ অক্টোবর), সকালে উপজেলার এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবির এই কর্মকর্তাগণ। 

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন- কামালপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আনজু মিয়াসহ বিজিবির সদস্যবৃন্দ। 

পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে অবহিত করেন এই কর্মকর্তা। 

পূজা উদযাপনে যাতে কোন সমস্যা না হয় সে ব্যাপারে বিজিবি কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হবে বলেও তিনি জানান। 

বিজিবি সেক্টর কমান্ডার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথেও কুশলাদি বিনিময় করেন এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বিজিবি সীমান্তের ০৮ কি. মি. এর মধ্যে পরিচালিত সকল পূজামণ্ডপে সার্বক্ষনিক মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে পূজামণ্ডপের সাথে সংশ্লিষ্টদের আশ্বাস প্রদান করেন এবং নিবিঘ্নে তাদের পূজার সকল কার্যক্রম পরিচালনার জন্যেও কথা বলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft