বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
লেবাননে ইসরায়েলি হামলায় ৩ বাংলাদেশি আহত
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩০ অপরাহ্ন

লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটিতে গত কয়েকদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

তবে আহতদের নাম পরিচয় প্রকাশ করেনি দূতাবাস। আহতদের মধ্যে দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ‘বৈরুত ও দক্ষিণ পূর্ব লেবাননে যে হামলা হচ্ছে সব মিলিয়ে তিনজন আহত হওয়ার তথ্য আমাদের কাছে আছে। তারা চিকিৎসা নিয়েছেন। দুইজন হাসপাতালে আছেন। একজন বাসায় চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন।’

এদিকে চলমান পরিস্থিতিতে লেবাননে অবস্থান করা প্রবাসীদের মধ্যে যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন, তাদের বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এক ভিডিও বার্তায় তিনি প্রবাসীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বলেন, ‘ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে আপনারা যারা নিজ কর্মস্থল ও আবাস্থল ছেড়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সামর্থ্য অনুযায়ী দূতাবাস থেকে সহায়তা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। যারা নিরাপদ আশ্রয় খোঁজছেন তাদেরকে আমি দূতাবাসের হেল্প লাইন এবং হটলাইনে অতিসত্ত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft