বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
বিজিবির বাধায় সীমান্তে বেড়া দিতে পারেনি বিএসএফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৩ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটখোলা বিওপি ক্যাম্পের বিজিবি জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের  আওতাধীন উচনা-ঘোনাপাড়ার ২৮১ নং সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি নেয়।

এরপর বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদের বাধা দেয়। ফলে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এ নিয়ে ওই সময় সেখানে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘোনাপাড়া ২৮১ নং মেইন পিলারের সাব পিলার নং ৩৭ ও ৩৮ ভারতীয় ৫০ গজ অভ্যন্তরে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি নেয়। ওই সময় হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইদুল বারী তাদের কাঁটাতারের বেড়া দিতে বাধা দেন। ফলে বিএসএফ সদস্যরা সেখানে কাঁটাতারে বেড়া দিতে পারেননি। এ ঘটনার পর ওই এলাকায় বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে। 

পাঁচবিবির হাটখোলা বিওপি ক্যাম্প কমান্ডার সাইদুল বারী জানান, ওই দিন সন্ধ্যায় বিএসএফ ওই এলাকায় ঝোপ-ঝাড় (জঙ্গল) পরিষ্কার করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। আমরা তাদের বাধা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। এরপর এখন পর্যন্ত তারা সেখানে আর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেনি। বর্তমানে ওই সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft