প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আলজাজিরা জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে তাদের অফিসে অভিযান চালিয়েছে এবং অফিসটি ৪৫ দিনের জন্য বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে।
ইসরায়েল সরকার গত সপ্তাহে দেশটিতে আলজাজিরার সাংবাদিকদের সংবাদ সংক্রান্ত প্রমাণপত্র (প্রেস ক্রেডেন্সিয়াল) বাতিল ঘোষণা করে। ইসায়েলের অভ্যন্তরে এই টেলিভিশন চ্যানেলটি পরিচালনার অনুমতি বাতিল করে দেওয়ার চার মাস পরে প্রমাণপত্র বাতিলের এই ঘোষণা দেয় দেশটির সরকার।
আলজাজিরার পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারিকে এ বিষয়ে একজন সৈন্য বলেন, ‘৪৫ দিনের জন্য আলজাজিরাকে বন্ধ রাখার জন্য ইসরায়েলি আদালতের রুলিং রয়েছে।’ কথপোকথনের এই মুহূর্তটি আলজাজিরা টেলিভিশনে সরাসির সম্প্রচার করা হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ভারী অস্ত্রসস্ত্রে সজ্জিত মুখোশ পড়া ইসরায়েলি সৈন্যরা আলজাজিরা অফিসে প্রবেশ করছে। এরপর দেখা যায় ওই সৈন্যটি বলছে, ‘আমি সবাইকে সবগুলো ক্যামেরা নিয়ে অফিস থেকে এই মুহূর্তে বেরিয়ে যেতে বলছি।’ এ সময় সৈন্যরা কোনো কারণ উল্লেখ করেনি বলে জানানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর কেউ এ বিষয়ে মন্তব্য করার জন্য রাজি হননি।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে যে গাজা যুদ্ধের সূত্রপাত হয়, তারপর থেকেই আলজাজিরার সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধ লেগেই আছে।
ইসরায়েলি সামরিক বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির সাংবাদিকদের ‘সন্ত্রাসী এজেন্ট’ হিসেবে অভিযুক্ত করে আসছে। পাশাপাশি ইসরায়েল অভিযোগ করে আসছে সাংবাদিকরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তার মিত্র ইসলামি জিহাদের সহযোগী হিসেবে কাজ করছে। তবে আলজাজিরা ইসরায়েলের এই অভিযোগ বাতিল করে দিয়ে বলেছে, দেশটি গাজা উপত্যকায় থাকা তাদের কর্মীদের একের পর এক লক্ষ্যবস্তু করছে।