বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হলেন অতিশী মারলেনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ভারত আরও এক নারী মুখ্যমন্ত্রী পেল। অতিশী মারলেনা দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ নিয়ে ভারত দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী পেল।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আম আদমি পার্টির পরিষদীয় বৈঠকের পর অতিশী মারলেনার বিষয়ে সবুজ সংকেত দেন অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে এদিন বিকেলেই দিল্লির উপ-রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন অরবিন্দ।

রোববার (১৫ সেপ্টেম্বর) আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল ঘোষণা দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন তিনি। সঙ্গে এও জানিয়েছিলেন, জনগণ যদি তাকে আবার বেছে নেয় তবেই তিনি মুখ্যমন্ত্রীর পদে ফিরবেন। আগামী কয়েক মাসের মধ্যেই দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেই ভোটে যদি অরবিন্দকে দিল্লীবাসী বেছে নেন অর্থাৎ আম আদমি পার্টি যদি ফের ক্ষমতায় ফেরে তবেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি।

তবে রোববার অরবিন্দের এ ঘোষণার পর দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে পাঁচজনের নাম উঠে এসেছিল। সেখানে অরবিন্দের স্ত্রীর নাম নিয়েও চর্চা চলছিল। তবে সবাইকে পেছনে ফেলে অতিশী হতে চলেছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, দিল্লির আবগারি মামলায় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তখনও তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। তিনি ছিলেন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেপ্তার হওয়ার পরেও পদটি ধরে রেখে দিয়েছিলেন। কিন্তু জামিনের পরই অরবিন্দ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft