শনিবার ৫ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১
 

গাজার পশ্চিম তীরে বিমান হামলা, অন্তত ১৮ জন নিহত     ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩১৭ জন    মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার    পুরো মুসলিম বিশ্বের শত্রু একই: আয়াতুল্লাহ খামেনি    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব    ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে    ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩   
গাজীপুরের ডিসি হিসেবে নিয়োগ পেলেন নাফিসা আরেফিন
গাজীপুর ব্যুরো:
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪১ অপরাহ্ন

আড়াই বছর আগে একবার ডিসি পদে নিয়োগ পেয়েছিলেন প্রশাসনের দক্ষ একজন কর্মকর্তা নাফিসা আরেফিন। তখন তাকে নীলফামারী জেলার ডিসি হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু পরে ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ছিলেন, এমন অভিযোগে তৎকালীন আওয়ামীলীগ সরকার তার ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে দিয়েছিল। যোগ্যতা থাকা সত্বেও তিনি জেলা প্রশাসক (ডিসি )হতে পারেননি।

ঠিক আড়াই বছর পর সেই নাফিসা আরেফিনকে পুনরায় জেলা প্রশাসক ( ডিসি ) হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি এবার নীলফামারী নয়, রাজধানীর নিকটবর্তী গাজীপুরের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর ) ২৫ জেলার ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ২৫ জনের মধ্যে তাকে ঢাকার পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের ডিসি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তা নাফিসা আরেফিনকে জেলা প্রশাসক নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর ২০২২ সালের ৫ জানুয়ারি নাফিসা আরেফীনকে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। 

তারপর নাফিসার রাজনৈতিক দর্শন নিয়ে তখন একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। ঐ প্রতিবেদন প্রকাশের পর ৮ দিনের মাথায় ১৩ জানুয়ারি নাফিসার ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে তার স্থলে তারই ব্যাচমেট তৎকালীন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের একান্ত সচিব (পিএস) খন্দকার ইয়াসির আরেফীনকে নিয়োগ দেওয়া হয়েছিল।

জানা গেছে, নাফিসা আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শামসুন্নাহার হল ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নাফিসা জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের উপ-সচিবের দায়িত্ব পালন করেছেন। ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পরেও তার বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠায় মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ পাওয়া ডিসিদের জন্য আয়োজিত ব্রিফিংয়েও তাকে ডাকা হয়নি। 

অবশেষে তার নিয়োগ আদেশ বাতিল করে সরকার। পরে তাকে উপ-সচিব হিসাবে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়। সেই থেকে তিনি সেখানেই দায়িত্ব পালন করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদ্যত্যাগ করে দেশ ছাড়ার পর গঠিত অন্তর্বর্তী সরকার সেই নাফিসা আরেফিনকে পুনরায় জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft