বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে এলোপাতাড়ি কোপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩২ অপরাহ্ন

ভারতের পশ্চিমবেঙ্গর বেলঘড়িয়ায় এক স্কুল ছাত্রীকে এলাপাতাড়ি কুপিয়েছে  এক যুবক। এর প্রতিবাদে বেলঘড়িয়া জাতীয় সরক অবরোধ করেছে স্থানীয়রা। অভিযুক্ত যুবককে এলাকার মানুষ গনধোলাই দিয়ে  পুলিশের হাতে তুলে দিয়েছে।

জানা গেছে, বেলঘরিয়ার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা অভিজিৎ দত্ত খালসা মডেল স্কুলের এক নবম শ্রেণীর ছাত্রীকে বেশ কিছু দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছিল। বুধবার (৪ সেপ্টেম্বর) স্কুল শেষে ওই শিক্ষার্থী মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। সেই সময় বেলঘরিয়া জাতীয় সড়কের টানেলের ভেতর হাতে ধারালো অস্ত্র নিয়ে বসেছিল অভিজিৎ। মেয়েটিকে দেখতে পেয়ে হঠাৎই তার ওপর চড়াও হয় ও ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে।

এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ব্যাপক গণপিটুনি দেয়। মেয়েকে বাঁচাতে গিয়ে তার মা ও গুরুতরভাবে আহত হয়। প্রথমে দুজনকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে অবস্থার অবনতির হলে কলকাতার বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ছুটে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক চিকিৎসার জন্য কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত অভিজিৎ দত্তকে। দোষীর শাস্তির দাবিতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রেম   প্রস্তাব   প্রত্যাখ্যান   ছাত্রী   এলোপাতাড়ি   কোপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft