বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
গাজার পশ্চিম তীরে ইসরায়েলের বড় অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধের তীব্রতা বেড়েই চলেছে, প্রায় ১১ মাস ধরে চলতে থাকা যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গাজা ছাড়াও অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক মাত্রায় অভিযান পরিচালনা করছে ইসরায়েল। 

গতকাল বুধবার (২৮ আগস্ট) থেকে শুরু হওয়া এই অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

পশ্চিম তীরে ৯ জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী, তবে হামাসের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মৃতের সংখ্যা ১১। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে যে যুদ্ধের সূচনা হয়েছে, তার তীব্রতা এখন বিরাজ করছে পশ্চিম তীরেও।

জাতিসংঘ জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে তিনজন শিশু নিহত হয়েছে। 

অন্যদিকে হামাস জানিয়েছে, এই অভিযানে তাদের তিনজন সশস্ত্র যোদ্ধা মারা গেছেন।

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজা যুদ্ধে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন। পাশাপাশি ইসরায়েলের আক্রমণে লাখ লাখ লোক হয়েছে বাস্তুচ্যুত, ব্যাপক ধ্বংসলীলা চালানো হয়েছে অবকাঠামো খাতে।

গতকাল বুধবার ইসরায়েল পশ্চিম তীরের চারটি শহর–জেনিন, নাবলুস, তুবাস ও তুলকারেমে বড় ধরনের সমন্বিত অভিযান চালায়। সশস্ত্র সেনাসদস্যরা সেখানকার শরণার্থী শিবিরগুলোতে ঢুকে পড়ে। এ সময় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, এই অভিযানে ১১ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এ সময় উদ্ধারকাজে আসা অ্যাম্বুলেন্সেও গুলিবর্ষণ করে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, চারটি হাসপাতালের খুব কাছে অভিযান চালায় ইসরায়েল। এ সময় মেডিকেল টিমের চলাচলও বাধাগ্রস্ত হয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অতিসত্ত্বর ইসরায়েলের এই অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, অবনতিশীল এই পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। অন্যদিকে, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ তাঁর দেশ সফররত মার্কিন আইনপ্রণেতাদের বলেছেন, এই অঞ্চলে এই মুহূর্তে সংঘাত থামানো অপরিহার্য হয়ে দেখা দিয়েছে।

এ ছাড়া গাজা উপত্যকায় সহিংসতা থেমে নেই। ইসরায়েলি হামলায় সেখানে গতকাল বুধবার ১২ জনের মৃত্যুর খবর জানা গেছে, পাশাপাশি লেবাননেও ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft