মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭    চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত    উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের    ন্যাশনাল মেডিকেলে হামলায় ‘১০ কোটি টাকার’ ক্ষতি    হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!    অ্যাডেলের বিদায়ী ভাষণ   
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন

বার্তা সংস্থা রয়টার্স বলছে, চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ায় বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ জ্বালানি তেলের দাম পতনের পথেই রয়েছে। তবে আজ শুক্রবার (২৬ জুলাই) সকালে কিছুটা দাম বেড়েছে।

এতে বলা হয়েছে, সেপ্টেম্বরের জন্য ব্যারেলপ্রতি ক্রুড তেলের দাম ১২ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৩ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৪১ শতাংশ হয়েছে।

এতে আরও বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতির প্রত্যাশার চেয়ে ভালো অবস্থানে থাকার কারণে বৃহস্পতি ও শুক্রবার তেলের দাম সামান্য বেড়েছে।

এর আগে গত তিন সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম দুই শতাংশের বেশি কমেছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বেড়েছে। ফলে পেট্রোল ও ডিজেলের চাহিদা কমেছে। দেশটিতে জুন মাসে চাহিদা কমেছে ৮ দশমিক ১ শতাংশ, যা দৈনিক হিসাবে ১৩ দশমিক ৬৬ মিলিয়ন ব্যারেল। এছাড়া গাজা যুদ্ধ শেষ হওয়ারও একটা আশা জেগেছে। যুদ্ধবিরতি চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অর্থনীতি   বিশ্ব   জ্বালানী তেল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft