বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
প্রচারণার শুরুতেই ট্রাম্পের আক্রমণাত্মক ভাষার শিকার কমলা হ্যারিস
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৩:১১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে কমলা হ্যারিসকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণার পর তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাকে ‘বাম ঘেঁষা উগ্রপন্থি পাগল’ হিসেবে অভিহিত করেছেন। নর্থ ক্যারোলাইনাতে রিপাবলিকান দলের এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প এ ধরনের  আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন।

গর্ভপাতের পক্ষে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অবস্থান নেওয়াকে ‘শিশু হত্যার’ পক্ষ নেওয়া হিসেবে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি হচ্ছেন একজন বাম ঘেঁষা উগ্রপন্থি পাগল যিনি আমাদের দেশকে ধ্বংস করে ফেলবেন।’

বারবার কমলা হ্যারিসের ফার্স্টনেম ভুলভাবে উচ্চারণ করে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, ‘আমরা সেটি হতে দেবো না।’

গত সপ্তাহে পুনর্নির্বাচনের দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়ে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরপরই প্রাথমিক প্রচারণা শুরু করেন কমলা হ্যারিস। প্রচারণার শুরুতেই ট্রাম্পের এমন আক্রমণাত্মক ভাষার শিকার হলেন তিনি।

নির্বাচনি সমাবেশে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন সীমান্ত সংক্রান্ত ইস্যুগুলোতে কমলা হ্যারিসের ভূমিকা অভিবাসীদের অপরাধ করার প্রবণতাকে আরও বাড়িয়ে দেবে। এ কারণে ট্রাম্প তাকে নেতৃত্ব দেওয়ার জন্য ‘অযোগ্য’ হিসেবেও অভিহিত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft