বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্তে অনড় বাইডেন
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ২:২৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের বয়স বিবেচনায় সরে দাঁড়ানোর চাপ উড়িয়ে দিয়ে ডেমোক্রেট প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, ‘নির্বাচন আমি লড়ছি এবং আমরাই জিতব।’ 

গতকাল শুক্রবার (১২ জুলাই) ডেট্রয়েটে এক সমাবেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

ভাষণে বাইডেন নতুন করে ডোনাল্ড ট্রাম্পকে বেশ কয়েকটি বিষয়ে আক্রমণ করেন। তিনি স্পষ্টভাবে বলেন, ট্রাম্প একজন নারীকে ধর্ষণ করেছেন।

জো বাইডেন বলেন, ‘আপনাদের মতো এক কোটি ৪০ লাখ সমর্থক ডেমোক্রেট প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন। আপনারা আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ নয়। সংবাদপত্র নয়, বিশেষজ্ঞরা নয়, অভ্যন্তরীণ অন্য কেউ নয়, দাতারাও নয়। আপনারা ভোটাররা। আপনারাই ঠিক করেছেন, আর কেউ নয়; আমি আর কোথাও যাচ্ছি না।’

এদিন ৩৬ মিনিটের ভাষণে বাইডেন আরও বলেন, ‘আমি নির্বাচনে লড়ছি এবং আমরা জিততে যাচ্ছি।’

যখন ডেমোক্রেটিক আইনপ্রণেতা ও দাতাদের কাছ থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ক্রমবর্ধমান আহ্বান জানানো হচ্ছে, এমন এক সময়েই ডেট্রয়েটের এক স্কুলে স্পষ্ট ভাষায় তিনি এমন বক্তব্য দিলেন। তখন মিশিগানের উপস্থিত জনতা বাইডেনকে নির্বাচনি লড়াইয়ে থাকতে উৎসাহিত করে স্লোগান দিয়ে বলেন, ‘আপনি ছেড়ে যাবেন না!’

প্রথমবারের মতো বাইডেন তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতার প্রথম ১০০ দিনের অগ্রাধিকারগুলো কী হবে তা তুলে ধরেন। এর মধ্যে শিশুকর হ্রাসকে স্থায়ী করা, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, ন্যূনতম মজুরি বাড়ানো এবং অস্ত্র নিষিদ্ধকরণ আইনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। চলতি বছরের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft