বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনে সুপারিশ    ফের বাড়ল স্বর্ণের দাম    পুতুলকে ‘হু’ থেকে অপসারণে গণস্বাক্ষর, ব্যাপক সাড়া    ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ৩ দিনের রিমান্ডে    ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণ: সংস্কার কমিশন    এনসিটিবি'র সামনে দু পক্ষের সংঘর্ষে আহত ২৭    ৬ কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়বে: উপদেষ্টা রিজওয়ানা   
এবার মেক্সিকোয় আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় বেরিল
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ন

জ্যামাইকা, গ্রেনাডা, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস এবং ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে আঘাত হানার পর এবার হারিকেন বেরিল মেক্সিকোতো আঘাত হানতে যাচ্ছে। এ অবস্থায় দেশটির পর্যটন এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হারিকেন বেরিলের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে ভূমিধস এবং বন্যার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।

সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দ্রেস লিখেছেন, কোনো রকম দ্বিধা করবেন না। অন্য সব জিনিস পুনরুদ্ধার করা যাবে। জীবন বাঁচানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতিবেগে মেক্সিকোর ইয়ুকাতান উপদ্বীপে আঘাত হানতে পারে বেরিল। এতে ভয়াবহ জলোচ্ছ্বাস ও বিধ্বংসী ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে।

এনএইচসির তথ্যমতে, হারিকেন বেরিল মেক্সিকোর পর্যটন শহর তুলাম থেকে ২১৭ কিলোমিটার পূর্বে অবস্থান করছে।

এর আগে ক্যাইমান দ্বীপপুঞ্জ ও জ্যামাইকায় তাণ্ডব চালায় বেরিল। তীব্র গতির ঝোড়ো বাতাসে সেসব এলাকায় ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে, উপড়ে গেছে গাছপালা। মারা গেছেন ১১ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft