বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
বাজার মূলধন বেড়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা
মোহাম্মদ তারেকুজ্জামান:
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৯:০৮ অপরাহ্ন

সদ্য বিদায়ী সপ্তাহে ( ৩০ জুন-৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ছিল ঊর্ধ্বমুখি। তবে টাকার অঙ্কে মোট লেনদেন কমলেও গড় লেনদেন বেড়েছে। যদিও ব্যাংক হলিডে থাকার কারণে বিদায়ী সপ্তাহে একদিন লেনদেন বন্ধ ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র বলছে, বিদায়ী সপ্তাহে বাজার মূলধন হয়েছে ৬ লাখ ৭১ হাজার ৬৩ কোটি ২৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ৬ লাখ ৬১ হাজার ৫০৮ কোটি ১৪ লাখ টাকা। বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৫৫৫ কোটি ১১ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪৬৩ কোটি ৩০ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৮০২ কোটি ১৩ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন কমেছে ৩৩৮ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসই সূত্রে আরো জানা গেছে, ডিএসই প্রধান সূচক-ডিএসইএক্স বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৮ পয়েন্ট। এর আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৩৫৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৪২ পয়েন্ট। ডিএস৩০ সূচক বিদায়ী সপ্তাহে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫১ পয়েন্ট। এর আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৯২৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ২৯ পয়েন্ট। ডিএসই শরিয়াহ্ সূচক-ডিএসইএস বিদায়ী সপ্তাহে হয়েছে ১ হাজার ২০৯ পয়েন্ট। এর আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ১৮৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।
ডিএসইতে মোট ৩৯৩ কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে; যার মধ্যে দর বেড়েছে ৩২৯টির, অপরিবর্তিত ছিল ২৪টির এবং ৪০টি কোম্পানির শেয়ার দর কমেছে।

দর বৃদ্ধির শীর্ষ কোম্পানি হচ্ছে- আফতাব অটোমোবাইলস লিমিটেড, সিলকো ফার্মাসিউটিক্যালস, আরএসআরএম স্টিল, জেমিনি সি ফুড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, দেশবন্ধু পলিমার, সাইফ পাওয়ারটেক, হাইডেলবার্গ সিমেন্ট, নাভানা সিএনজি ও এডিএন টেলিকম।

দর পতনের শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, রুপালি লাইফ ইন্স্যুরেন্স, এটলাস বাংলাদেশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আল-হাজ টেক্সটাইল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, লিনডে বাংলাদেশ লিমিটেড, এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড,  ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft