প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৯:১২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০(চল্লিশ) বোতল স্কাফ সিরাপসহ ১ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা থানার পাবই গ্রামের মৃতঃ মুজাফফর আলীর ছেলে মোঃ ফুল মিয়া প্রকাশ রিপন।
গ্রেপ্তারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে সঙ্গীয় ফোর্সসহ চৌকস একটি পুলিশের টীম মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।