প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৩:১৫ অপরাহ্ন
নাইজেরিয়ার উত্তর-পূর্ব বোর্নো রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠান, হাসপাতালে এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছড়া এসব বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আজ রোববার (৩০ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন বোমা হামলায় ছয়জন নিহত হয়। এছাড়াও সেই অনুষ্ঠানে অনেকে আহত হয়েছেন।
রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা গোওজা শহরে একটি বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়া এবং হাসপাতালে হামলা চালায়।
বোকো হারাম জঙ্গিরা ২০১৪ সালে গোওজা শহরটি দখল করে। পরে নাইজেরিয়ার সামরিক বাহিনী ২০১৫ সালে চাদের বাহিনীর সহায়তায় গোওজা পুনরুদ্ধার করে। তবে সেই সময় থেকে বোকো হারাম এ অঞ্চলে তাদের হামলা অব্যাহত রেখেছে।
প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার কিছু সংবাদ মাধ্যম দাবি করছে এসব হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ৩০ জন। এছাড়া আহতের সংখ্যাও শতাধিক বলে দাবি করছে তারা।
অঞ্চলটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।