বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ইরানের প্রেসিডেন্ট নির্বাচন গড়াতে পারে দ্বিতীয় ধাপে
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। দেশটির নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে সাঈদ জালিলি ও মাসুদ পেজেসকিয়ানের মধ্যে। এখন পর্যন্ত গণনা করা ভোটের মধ্যে দুজনের ব্যবধান খুবই সামান্য। 

ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইরানের নির্বাচন কমিশনের মুখপাত্র মোহসেন এসলামি আজ শনিবার জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৫৮ হাজার কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৩৮টি কেন্দ্রের ভোট গণনা করা হয়েছে, যেখানে সাঈদ জালিলি পেয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ৩৮৬ ভোট এবং মাসুদ পেজেসকিয়ান পেয়েছেন ৪২ লাখ ৪৪ হাজার ৮১৫ ভোট। 

সাঈদ জালিলি ও মাসুদ পেজেসকিয়ান ছাড়াও এই নির্বাচনে লড়ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোরমোহাম্মাদি। প্রতিদ্বন্দ্বিতায় থাকা এ দুই প্রার্থী যথাক্রমে ১ লাখ ৩৮ হাজার ৫৮৩ ভোট ও ৮০ হাজার ৫০৬ ভোট পেয়েছেন। 

নির্বাচনের বর্তমান ফলাফল বলছে, সাঈদ জালিলি ও মাসুদ পেজেসকিয়ানের মধ্যে ভোটের ব্যবধান খুব কম থাকায় কোনো প্রার্থীই হয়তো ৫১ শতাংশ ভোট নিশ্চিত করতে পারবেন না। সে ক্ষেত্রে নির্বাচন গড়াতে পারে রানঅফ তথা দ্বিতীয় ধাপে। বিষয়টির দিকে ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র মোহসেন এসলামি জানিয়েছেন, এমনটা হলে সপ্তাহখানেকের মধ্যেই রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে চূড়ান্ত পর্যায়ে লড়বেন সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী। 
 
এর আগে, গতকাল শুক্রবার সকালে শুরু হয় ইরানের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। পরে ভোট গ্রহণ চলে টানা ১৬ ঘণ্টা। ইরানের স্থানীয় সময় শনিবার গভীর রাতে শেষ হয় ভোট গ্রহণ। এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন ইরানের ৬ কোটি ১০ লাখ নাগরিক। 

মূলত এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যান গত ১৯ মে। এর কয়েক দিন পরই ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নতুন তারিখ নির্ধারিত হয় ২৮ জুন। সেই মোতাবেক গতকাল শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft