প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৭:৩২ অপরাহ্ন
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারত শাসিত জম্মু ও কাশ্মিরের ডোডায় আবারও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবারের (২৬ জুন) এই সংঘর্ষে দুজন স্বাধীনতাকামী সদস্য নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
গত ১১-১২ জুন জম্মু ও কাশ্মিরের পার্বত্য জেলায় দুটি হামলা হয়। এই দুই ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সঙ্গে পুলিশ অভিযানে নামলে আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে গান্দোহ এলাকার বাজাদ গ্রামে বন্দুকযুদ্ধ শুরু হয়।
এর আগে গত ১১ জুন ছাত্তারগল্লায় একটি যৌথ চেকপোস্টে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ছয় নিরাপত্তা কর্মী আহত হন। পরের দিন গান্দোহ এলাকার কোটা শীর্ষে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন পুলিশ সদস্য আহত হন। জোড়া হামলার পর নিরাপত্তা বাহিনী তাদের সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করে। তারই অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর সহায়তায় সিনো পঞ্চায়েত গ্রামে অভিযান শুরু করে পুলিশ।