সদ্য বিদায়ী সপ্তাহে (২জুন-৬জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক কমেছে। সেই সাথে কমেছে বাজার মূলধন। তবে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৪৭৭ কোটি ৯০ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ৬ লাখ ৪৮ হাজার ৯২২ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৪৪ কোটি ১৯ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৫৮ কোটি টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৯৫০ কোটি ৭৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন বেড়েছে ৩০৭ কোটি ২৮ লাখ টাকা।
ডিএসই সূত্র বলছে, বিদায়ী সপ্তাহে ডিএসই প্রধান সূচক-ডিএসইএক্স হয়েছে ৫ হাজার ২৩৭ পয়েন্ট। এর আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ২৫২ পয়েন্ট। এক সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৫ পয়েন্ট। ডিএস৩০ সূচক বিদায়ী সপ্তাহে হয়েছে ১ হাজার ৮৫৮ পয়েন্ট। এর আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৮৭৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৭ পয়েন্ট। ডিএসই শরিয়াহ্ সূচক-ডিএসইএস বিদায়ী সপ্তাহে হয়েছে ১ হাজার ১৩৭ পয়েন্ট। এর আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ১৪৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ৭ পয়েন্ট।
ডিএসই সূত্র বলছে, সদ্য বিদায়ী সপ্তাহে প্রত্যেক দিন গড়ে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৬০ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রত্যেক দিন গড়ে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ১৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে গড়ে লেনদেন বেড়েছে ৬১ কোটি ৪৬ লাখ টাকা।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি সেন্ট্রাল ফার্মা, ফরচুন স্যু, এমারেল্ড অয়েল, নুরানী ডাইং, রুপালি লাইফ ইন্স্যুরেন্স, তুং হাই নিটিং, বিডি থাই, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিকস ও আফতাব আটোমোবাইলস লিমিটেড।
দরপতনের শীর্ষ ১০ কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, অরিয়ন ইনফিউশন, রহিম টেক্সটাইল, এনসিসি ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড, ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।