গতকাল বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায় ও মাদারীপুর দুদকের উপ-পরিচালক মো: আতিকুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের দল যৌথভাবে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শনে আসেন। পরে ভিতরে প্রবেশ করে পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেন ও পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এসময় দুদকের কর্মকর্তারা বলেন, পার্কটি কি অবস্থায় রয়েছে তা দেখতে এসেছি আমরা।
বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আদালতের মালামাল জব্দের আদেশ দেয়ার পর পার্কের ভেতর থেকে ৮/১০ ট্রাক মূল্যবান জিনিসপত্র রাতের আধারে সরিয়ে ফেলে পার্ক কর্তৃপক্ষ। এগুলি সম্ভবত গোপালগঞ্জে বসবাসরত তার আত্মীয় বা বন্ধু যারা রয়েছে তাদের হস্তগত হয়েছে বলে দুদক কর্মকর্তাদের ধারণা।
দুদক কর্মকর্তাদের সাথে গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করতে গেলে গেটের সামনে সংবাকর্মীদের বাধা দেয়া হয়।
এর আগে গত সোমবার থেকে সার্ভার জটিলতার কথা বলে পার্কটি বন্ধ ঘোষনা করে কর্তৃপক্ষ।