মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭    চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত    উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের    ন্যাশনাল মেডিকেলে হামলায় ‘১০ কোটি টাকার’ ক্ষতি    হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!    অ্যাডেলের বিদায়ী ভাষণ    দেশ মাতৃকার বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই : তারেক রহমান   
বেনজিরেরর সাভানা পার্ক পরিদর্শন করলেন দুদক কর্মকর্তারা
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৬:২৭ অপরাহ্ন

সময়ের বহুল আলোচিত এবং দুর্নীতির মাধ্যমে  সীমাহীন অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছেন দুনীতি দমন কমিশনের দুইট প্রতিনিধি দল। এসময় গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে নিষেধ করে পার্ক কর্তৃপক্ষ।

গতকাল বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ দুদকের  সহকারী পরিচালক বিজন কুমার রায় ও মাদারীপুর দুদকের উপ-পরিচালক মো: আতিকুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের দল যৌথভাবে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শনে আসেন। পরে ভিতরে প্রবেশ করে পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেন ও পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। 

এসময় দুদকের কর্মকর্তারা বলেন, পার্কটি কি অবস্থায় রয়েছে তা দেখতে এসেছি আমরা। 

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আদালতের মালামাল জব্দের আদেশ দেয়ার পর পার্কের ভেতর থেকে  ৮/১০ ট্রাক মূল্যবান জিনিসপত্র রাতের আধারে সরিয়ে ফেলে পার্ক কর্তৃপক্ষ। এগুলি সম্ভবত গোপালগঞ্জে বসবাসরত তার আত্মীয় বা বন্ধু যারা রয়েছে তাদের হস্তগত হয়েছে বলে দুদক কর্মকর্তাদের ধারণা। 

দুদক কর্মকর্তাদের সাথে গণমাধ্যম কর্মীরা ভিতরে প্রবেশ করতে গেলে গেটের সামনে সংবাকর্মীদের বাধা দেয়া হয়। 

এর আগে গত সোমবার থেকে সার্ভার জটিলতার কথা বলে পার্কটি বন্ধ ঘোষনা করে কর্তৃপক্ষ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft