প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
কাপাসিয়ায় বৈরী আবহাওয়া রেমালের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় বিভিন্ন কল কারখানা ও দফতর বন্ধ রয়েছে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জোনাল অফিসের ডিজিএম রুহুল আমিন দৈনিক জবাবদিহিকে জানান, বৈরী আবহাওয়া ও দূর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।
আজ সোমবার (২৭ মে) সকাল থেকে স্কুল কলেজ মাদ্রাসাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চলছে না কোন ধরনের কাজ কর্ম। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যা ৭টা হতে টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন উপজেলা বাসী। কাপাসিয়ায় কোন ঝড় না থাকলেও রহস্যজনক কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে অভিযোগ এলাকাবাসীর ।
দিনের প্রথম থেকে ২ ঘন্টা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক ছিল তবে প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে জেলার রাজেন্দ্রপুরসহ উপজেলায় বিদ্যুৎ বন্ধ রয়েছে।